বিজয়ের প্রকৃত উদযাপন হয় এর বহিঃপ্রকাশে। যেমনিভাবে ১৯৭১ সালে গণমাধ্যমগুলো বাংলাদেশের বিজয় প্রকাশ করেছিল নিজেদের মত করে। শুধু্মাত্র মুক্তিযুদ্ধই নয়, বরং বাংলাদেশের যেকোন বিজয়ে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে এই ক্যাম্পেইনটি। বাঙালীর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সব বিজয় নিয়ে গভীরভাবে জানুন এবং বিজয়ের অনুভূতিগুলো প্রকাশ করুন “বিজয়ের শিরোনাম” হিসেবে।
১. পাঠকের কথা মাথায় রেখে শিরোনামটি লিখুন
২. শিরোনামে এক্টিভ ভয়েস ব্যবহার করুন
৩. পাঠকের কৌতুহল তৈরি করার চেষ্টা করুন
৪. প্রাসঙ্গিক সংখ্যা ব্যবহার করা যেতে পার
৫. পাঠকের জন্য পড়ার একটি কারণ তৈরি করার চেষ্টা করুন